বিপিও সামিট-২০১৬ উদ্বোধন

আইটি খাতে বাংলাদেশের আয় বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: জয়

বিপিও সম্মেলনে সজীব ওয়াজেদ জয়প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৮ সালের মধ্যে আইটি খাতে  আমাদের রফতানি আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গার্মেন্টস শিল্পের পরেই জায়গা করে নেবে আইসিটি খাত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া দুদিনব্যাপী বিপিও সামিট-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আউটসোর্সিংয়ে ভালো করছে। তবে বিশ্ব মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দেশীয় মার্কেটের আরও উন্নয়ন করতে হবে।

বিপিও সম্মেলনে সজীব ওয়াজেদ জয়


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইউ -এর মহাসচিব হাওলিন ঝাউ। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ,  আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ  আহমেদ পলক।
পলক বলেন, বিপিওতে আমাদের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরতেই এই আয়োজন। ২০২১ সাল নাগাদ আমরা এই খাত থেকে ১ বিলিয়ন ডলার আয় করতে চাই।
সম্মেলনের আয়োজক সরকারের আইসিটি বিভাগ, আইসিটি অধিদপ্তর ও বিএসিসিও (বাক্য)।বিপিও সম্মেলনে সজীব ওয়াজেদ জয়
সম্মেলনে দেশীয় বিশেষজ্ঞদের পাশাপাশি বিশ্বখ্যাত ২০ জন তথ্যপ্রযুক্তিবিদ অংশ নিচ্ছেন বিভিন্ন কর্মঅধিবেশন ও সেমিনারে।
বিপিও সামিট শেষ হবে শুক্রবার।

আরও পড়ুন- 

নিহত জঙ্গিরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক
বিএনপির সঙ্গে জঙ্গিদের গোপন যোগসূত্র আছে কিনা দেখতে হবে: প্রধানমন্ত্রী



/এইচএএইচ/এফএস/