চশমা ছাড়াই দেখা যাবে থ্রিডি সিনেমা!

চশমা ছাড়া থ্রিডি উপভোগের প্রযুক্তি আসছে

থ্রিডি চলচ্চিত্র দেখতে অনেকেই বেশ আগ্রহ নিয়ে সিনেমা হলে যান। কিন্তু যখনই তাদেরকে থ্রিডি চশমা দেওয়া হয় তখনই শুরু হয় অস্বস্তি। কারণ এই চশমা দিয়ে অনেকেই ঠিকমতো সিনেমা উপভোগ করতে পারেন না।

আপনারও কি এ ধরনের সমস্যা আছে? থাকলেও চিন্তার কিছু নেই। আপনাকে মোটেও থ্রিডি সিনেমা দেখা বন্ধ করতে হবে না। কারণ বিজ্ঞানীরা এমন প্রযুক্তি নিয়ে আসছে যার সাহায্যে চশমা ছাড়াই থ্রিডি সিনেমা উপভোগ করা যাবে।

আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ল্যাবরেটরি এবং দ্য ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স এই প্রতিষ্ঠান দুটি একত্রিত হয়ে দর্শকদের জন্য নতুন এই সুবিধা নিয়ে আসতে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে ভবিষ্যতে থ্রিডি সিনেমা দেখতে দর্শকদের আর চশমা ব্যবহার করতে হবে না।

চশমা ছাড়া থ্রিডি সিনেমা দেখার এই প্রযুক্তির নাম সিনেমা থ্রিডি। এই পদ্ধতিতে স্ক্রিনের পেছনে কতগুলো আয়না এবং লেন্স স্থাপন করা হবে। মূলত এগুলোর সাহায্যেই নিশ্চিত করা হবে যে, দর্শকরা সিনেমা হলের যেকোনও জায়গায় থেকে থ্রিডি ভিউইং এক্সপেরিয়েন্স পাচ্ছেন কিনা।

সিনেমা থ্রিডি প্রযুক্তি এখনও বাজারে আসেনি। তবে শিগগিরই এটা বাজারে আসতে পারে।

সূত্র: ইয়াহু টেক

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: সরকারি ই-কমার্স সেবা ‘ই-শপ’