কেন বন্ধ হলো ৩ লাখ ৬০ হাজার টুইটার অ্যাকাউন্ট

টুইটার

টুইটার ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার এক ব্লগ পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমনটিই জানানো হয়।

মূলত উগ্রবাদী কাজকর্মের সঙ্গে জড়িত থাকায় এসব অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া অ্যাকাউন্টের মধ্যে ২ লাখ ৩৫ হাজার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এ বছরের ফেব্রুয়ারি মাস থেকে বর্তমান সময়ের মধ্যে।

এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে। সেজন্য আগের চেয়ে অনেক বেশি সচেতন টুইটার কর্তৃপক্ষ। তারা যেকোনও টুইটার অ্যাকাউন্টের ওপর অভিযোগ আমলে নেয় এবং অনুসন্ধানের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করে।

টুইটার কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তারা টুইটার অ্যাকাউন্ট পর্যবেক্ষণের জন্য লোকবল বৃদ্ধি করেছে। ফলে বিশাল সংখ্যক টুইট ধীরে ধীরে পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

ব্লগ পোস্টের মাধ্যমে টুইটার আরও জানায়, আমাদের কাজ এখনও শেষ হয়নি। বেশ ভালো একটি ফলাফলের আশা করছি আমরা। হয়তো আমাদের এই কাজের মাধ্যমেই গুরুত্বপূর্ণ কোনও পরিবর্তন আসবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

 অারও পড়তে পারেন:  স্মার্টফোনের জন্য আসছে নতুন গরিলা গ্লাস