গ্রামীণফোন চালু করলো ‘জিপি শপ’

জিপি শপ নিয়ে বলছেন ইয়াসির আজমান

চালু হলো গ্রামীণফোনের ই-কমার্সভিত্তিক প্ল্যাটফর্ম ‘জিপি শপ’। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন অনলাইনে কেনাকাটার জন্য ই-কমার্স সাইট জিপি শপের আনুষ্ঠানিক উদ্বোধন করে। সাইটটি থেকে আকর্ষণীয় অফারে স্মার্টফোন, পরিধানযোগ্য গ্যাজেট এবং মডেম ইত্যাদি কেনা যাবে। জিপি শপ থেকে ক্রেতারা সহজে মূল নির্মাতা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়ারেন্টিসহ নতুন মডেলের স্মার্টফোন ও অন্যান্য গ্যাজেট কিনতে পারবেন। এছাড়া কিস্তিতে টাকা পরিশোধ করার ফ্লেক্সি পেমেন্ট অপশন,ইএমআই সুবিধাসহ সারাদেশে হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে জিপি শপে। ক্রেতারা গ্রামীণফোনের এই অনলাইন শপে মূল হ্যান্ডসেট, বান্ডল এবং আকর্ষণীয় অফার গ্রহণ করতে পারবে। শুরুতে জিপি শপে বিশ্বসেরা শাওমি স্মার্টফোন ওয়ারেন্টিসহ পাওয়া যাবে। রয়েছে অগ্রিম বুকিং দেওয়ারও ব্যবস্থা।

গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন নিরাপদ সেবা, অসংখ্য ব্র্যান্ড ও মডেলের ডিভাইস, আকর্ষণীয় অফার, সুবিধাজনক মূল্য পরিশোধ সুবিধা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিপি এক্সপ্রেস -এর মাধ্যমে দেশব্যাপী সরবরাহ ও ডেলিভারি সুবিধা দিচ্ছে জিপি শপ। আমাদের বিতরণ ব্যবস্থার উপর ভিত্তি করে এবং সেরা ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর কর্মকাণ্ড থেকে শিক্ষা নিয়ে আমার জিপি অনলাইন শপ তৈরি করেছি। ডিজিটাল সেবাপ্রদানকারী হিসেবে গ্রামীণফোন সবসময় চেষ্টা করে গ্রাহকদের জীবনকে ডিজিটাল সেবার মাধ্যমে আরও উন্নত ও সহজ করে তোলার।

ক্রেতাদের তথ্য সুরক্ষিত রাখতে এবং নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করতে জিপি শপ অধিক নিরাপদ কমিউনিকেশন প্রটোকল (https) ব্যবহার করা হয়েছে।  বিকাশ, শিওরক্যাশ, ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, মাইক্যাশ এবং আইবিবিএল এম-ক্যাশের মতো সুবিধাজনক সবরকম পেমেন্ট সুবিধা থাকছে জিপি শপে। নির্দিষ্ট ডিভাইস কিনতে নির্দিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তি সুবিধাও রাখা হয়েছে জিপি অনলাইন শপে। গ্রামীণফোনের নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থা এবং খুচরা বিক্রির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশব্যাপী ২ হাজার ৫০০ জিপি এক্সপ্রেস স্টোরের সঙ্গে যুক্ত থাকবে জিপি অনলাইন শপ। জিপি এক্সপ্রেসে টেলিকম সংক্রান্ত সেবা ছাড়াও জিপি শপে অর্ডার এবং পণ্য সংগ্রহ করা যাবে।

/এইচএএইচ/  

অারও পড়তে পারেন: ফেসবুকে তথ্য গোপনকারীরা চাপে থাকে!