আকাশ পাহারা দেবে ড্রোন

নতুন ড্রোন

কোনও পাখি, উড়োজাহাজ কিংবা সুপারম্যান নয়; এবার থেকে ড্রোন আকাশ পাহারা দেবে। সম্প্রতি নতুন একটি ড্রোন তৈরি করা হয়েছে যা অপরাধবিরোধী কাজে নিয়োজিত থাকবে। এই ড্রোন কাজ করবে ফ্লায়িং সিকিউরিটি গার্ড হিসেবে।

এতোদিন বিভিন্ন কাজে ড্রোন ব্যবহার করা হয়েছে। পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্ন দুর্গম জায়গার ছবি তোলার জন্য এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এবার থেকে ফ্লায়িং সিকিউরিটি গার্ড হিসেবেও কাজ করবে এই যন্ত্রটি।

অ্যাপটোনমি নামের একটি প্রতিষ্ঠান ড্রোনটি তৈরি করেছে। এটা তৈরিতে যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেটা সিনেমার শ্যুটিং এর জন্যও ব্যবহার করা হয়ে থাকে। এই ড্রোনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তিও রয়েছে।

আধুনিক এই যন্ত্রটিতে নাইট-ভিশন ক্যামেরা এবং লাউড স্পিকার রয়েছে। ড্রোনের নিয়ন্ত্রণকারী যেন একে প্রয়োজনীয় বার্তা প্রদান করতে পারেন সেজন্যই লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে।

এই ফ্লায়িং সিকিউরিটি গার্ডটি যথেষ্ঠ স্মার্ট। কেননা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে এটা নিজেই বুঝতে পারে। ফলে রিচার্জের জন্য নিজে থেকেই এটা বেজ স্টেশনে ফেরত আসতে সক্ষম।

সূত্র: ইয়াহু টেক

/এইচএএইচ/