স্পর্শ করলেই স্পিকার চালু

 পালতোলা নৌকার মতো স্পিকার

পাল তোলা নৌকা আকৃতি ও স্পর্শ প্রযুক্তির একটি স্পিকার বাজারে এনেছে কম্পিউটার সোর্স। মাইক্রোল্যাবের এই স্পিকারটি কেবল দৃষ্টিনন্দনই নয় শ্রোতাকে জলতরঙ্গের অনুভূতি দেবে বলে সোর্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়েছে।

ইনবিল্ট উফারের ২ ইউনিটের এই সাউন্ড সিস্টেমটিতে ব্যবহার হয়েছে প্যাসিভ বাস রেডিয়েটরস প্রযুক্তি। ফলে স্পিকারটিতে কেবল একমুখী নয়, গানের সুর ও মাত্রা অনুযায়ী ভিন্নমাত্রার বেজ সাউন্ডের প্রতিফলন ঘটে। এটিতে যেকোনও মাত্রার গানই শোনা যাক না তা থাকে অবিকল।

এতে শব্দ নিয়ন্ত্রণ করা যায় আঙুলের স্পর্শেই। বাজারে মাইক্রোল্যাব টি-৮ মডেলের এই স্পিকারটি পাওয়া যাবে তিনটি আলাদা রঙে। সাদা, কমলা ও নীল রঙের এই স্পিকারটির দাম ৭ হাজার ৮০০ টাকা।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: প্রিয়শপ ডট কম থেকে পণ্য কিনলেই উপহার