এমএনপির নিলাম ২৮ সেপ্টেম্বর

নম্বর ঠিক রেখে অপারেটর বেছে নেওয়ার সুযোগ

নম্বর ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তনের পদ্ধতি বা এমএনপির নিলাম অনুষ্ঠিত হবে চলতি সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সোমবার এক বিজ্ঞপ্তিতে নিলাম অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে।

নতুন ঘোষণায় বলা হয়েছে, চলতি মাসের ৭ তারিখে নিলামে অংশগ্রহণে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। ১৮ তারিখে নিলামে অংশ নেওয়ার আর্নেস্ট মানি জমা নেওয়া হবে। লেটার অব একসেপ্টটেন্স/ রিজেকশনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর। আর কোন প্রক্রিয়ায় নিলাম অনুষ্ঠিত হবে তা জানিয়ে দেওয়া হবে ২৫ তারিখে।

বিটিআরসির পক্ষ থেকে নিলামের অংশগ্রহণকারীদের নতুন সূচি অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে। 

প্রসঙ্গত, আগের ঘোষণা অনুযায়ী এমএনপির নিলাম হওয়ার কথা ছিল ২১ সেপ্টেম্বর। এমএনপি সেবা চালু হলে একজন মোবাইলফোন ব্যবহারকারী তার নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের স্বাধীনতা পাবেন। কোনও অপারেটরের সেবা কারও পছন্দ না হলে তিনি নির্ধারিত ফি দিয়ে অপারেটর পরিবর্তন করতে পারবেন। 

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: স্পর্শ করলেই স্পিকার চালু