নতুন আইফোনে যেসব ফিচার থাকতে পারে

আইফোনের নতুন মডেল আসছে

আইফোন ৭ এবং ৭ প্লাস নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। স্মার্টফোন প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ফোন দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হবে তা শোনার জন্য। নতুন আইফোন দেখতে কেমন হবে, কী ফিচার থাকবে এগুলোতে- এরকম বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই কথা বলছে। অন্যদিকে বিশ্বের অনেক নামি-দামি প্রতিষ্ঠান এসব গুঞ্জনে রসদ যোগাচ্ছে। গুঞ্জনে এখন পর্যন্ত নতুন আইফোন দুটি সম্পর্কে যেসব তথ্য উঠে এসেছে সেগুলো হলো-

১. আইফোন ৭ পরিচালিত হবে অ্যাপলের নতুন এ-১০ চিপ দিয়ে। এই চিপ অন্য আইফোনগুলো থেকে নতুন আইফোনকে অনেকটাই আলাদা রাখবে।

২. নতুন আইফোন দুটিতে র‍্যাম এবং স্টোরেজ ক্ষমতা বেশি থাকবে। অনেকেই বলছেন, আইফোন ৭ এবং ৭ প্লাস ৩২ গিগা, ১২৮ গিগা এবং ২৫৬ গিগা- এই তিনটি ভার্সনে পাওয়া যাবে।

৩. অ্যাপল এবার নতুন দুটি রঙ যুক্ত করবে বলে শোনা যাচ্ছে। এই দুটি রঙ হতে পারে ডার্ক ব্ল্যাক এবং গ্লসি পিয়ানো ব্ল্যাক।

৪. আইফোন ৭ এবং ৭ প্লাসে নতুন আরেকটি চমক থাকছে। স্মার্টফোন দুটি হবে ওয়াটার প্রুফ।

৫. নতুন আইফোন সম্পর্কিত সবচেয়ে বেশি যে গুঞ্জনটি শোনা যাচ্ছে হেডফোন জ্যাক নিয়ে। বলা হচ্ছে, নতুন আইফোনে হেডফোন জ্যাক থাকবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/

 আরও পড়তে পারেন: ফিঙ্গার প্রিন্ট ও চাইল্ড মোডের হেলিও এস-টু