সর্বোচ্চ মানের গ্যালাক্সি নোট-৭ আসবে বাংলাদেশে

নোট-৭

স্যামসাং মোবাইল গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে গত ১ সেপ্টেম্বর থেকে গ্যালাক্সি নোট-৭ -এর প্রি-বুকিং শুরু করেছে। গ্যালাক্সি নোট-৭ এখনও বাংলাদেশের বাজারে আসেনি। ডিভাইসগুলোর সর্বোচ্চ মান নিশ্চিত করেই এগুলো বাংলাদেশের বাজারে ছাড়া হবে বলে স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশে গ্যালাক্সি নোট-৭ -এর ব্যাটারিতে সমস্যার বিষয়ে কিছু ‘প্রতিবেদন’ স্যামসাং- এর কাছে এসেছে। গ্রাহকদের নিরাপত্তাকে স্যামসাং সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে এবং স্যামসাং আন্তর্জাতিকভাবে অংশীদারদের সহযোগিতায় গ্রাহকদের সুবিধার কথা নিশ্চিত করে গ্যালাক্সি নোট-৭ পরিবর্তন করে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।

স্যামসাংয়ের দাবি, পণ্যের গুণগত মানের সঙ্গে স্যামসাং কোনও আপোস করবে না, গ্যালাক্সি নোট-৭ এখনও বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়নি। আমরা গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে এই ডিভাইসের প্রি-অর্ডার নেওয়া শুরু করেছি। গ্রাহকের নিরাপত্তা আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেসব গ্যালাক্সি নোট-৭ আসবে তাতে নিশ্চিত করা হবে সর্বোচ্চ গুণমান।

/এইচএএইচ/