গেমবক্সে আনলিমিটেড গেমস

 

অ্যান্ড্রয়েড ও ফিচার ফোন ব্যবহারকারীদের আনলিমিটেড প্রিমিয়াম গেমস ও অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা দিতে অপেরার সঙ্গে যৌথভাবে জিপি গেমবক্স নিয়ে এলো গ্রামীণফোন।

গেমবক্স ব্যবহারকালে গ্রাহকরা প্রিমিয়াম সব গেমসের ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে তাদের ইন-অ্যাপ কেনা এবং বিজ্ঞাপন নিয়ে কোনও চিন্তা করতে হবে না। সপ্তাহে ১০ টাকা সাবস্ক্রিপশন ফির বিনিময়ে জিপি গেমবক্স ব্যবহারকারীরা আনলিমিটেড গেম খেলার অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া সাবস্ক্রিপশন ফি দেওয়ার আগেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিনামূল্যে সাত দিনের ট্রায়াল সুবিধা।

জিপি গেমবক্সে জনপ্রিয় ও নতুন সব গেম নিশ্চিত করতে অপেরা বিশ্বজুড়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে ১৫০ -এরও বেশি গেম ডেভলপারের সঙ্গে যৌথ অংশীদারিত্বে কাজ করছে। জিপি গেমবক্সে থাকছে সোশ্যাল অ্যাপ ডিসকভারি ফিচার। যার মাধ্যমে গ্রাহক, তার  বন্ধুরা যেসব জনপ্রিয় ও সেরা গেমস ও অ্যাপ ব্যবহার করছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং তাদের বন্ধুদের সুপারিশ করা সব গেম ও অ্যাপ তাদের ফোনে ডাউনলোড করে নিতে পারবেন।

হাজারের বেশি এক্সক্লুসিভ গেম ও অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা নিতে গ্রাহকদের স্মার্টফোন কিংবা ফিচার ফোন থেকে এই  http://appsclub.grameenphone.com  ওয়েবসাইটে গিয়ে গেমবক্স অ্যাপ অথবা অপেরা মিনি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ডেলের স্টাইলিশ ল্যাপটপ