ঢাকার পরে ‘চলো’ এখন চট্টগ্রামে

চলো

ঢাকার পরে চলো টেকনোলজিস লিমিটেড (অ্যাপভিত্তিক অনডিমান্ড কার সার্ভিস) চট্টগ্রামে তাদের অপারেশন শুরু করেছে। ২৫ সেপ্টেম্বর রবিবার  আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের প্রতিশ্রুতি নিয়ে চলো চট্টগ্রামে যাত্রা শুরু করল। চট্টগ্রামে প্রথম যাত্রী হিসেবে ছিলেন শাওমি মোবাইলের দুই কর্মকর্তা মি. জ্যাক ও দেওয়ান কানন।

সেডান (প্রিমিয়াম) ১০ ঘণ্টা এবং ২ ঘণ্টার সেবা ইতিমধ্যে শুরু হয়েছে। ২ ঘণ্টার জন্য লাগবে ৯৯০ টাকা এবং ১০ ঘণ্টা বা সারাদিনের জন্য সেবা গ্রহণকারীর ব্যয় হবে ২ হাজার ৯৯০ টাকা।

চলো টেকনোলজিসের প্রধান নির্বাহী দেওয়ান শুভ জানান, চট্টগ্রামে তাদের নতুন সেবা এরই মধ্যে গ্রাহকদের মাঝে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। তিনি আরও জানান, চট্টগ্রামে চলোর প্রিমিয়াম সেবাটি চলমান থাকবে। চট্টগ্রামের যেকেউ যেকোনও সময়ে ০৯৬৬৬৭৭৭৮০০ নম্বরে ফোন করে খুব সহজে গাড়ি বুকিং করতে পারবেন। এছাড়া চলো মোবাইল অ্যাপ (অ্যান্ড্রয়েড) ব্যবহার করে অথবা চলোর ওয়েবসাইটে লগইন করে ১ মিনিটের একটি ছোট্ট রেজিস্ট্রেশন করে গাড়ি বুকিং করতে পারবেন।

/এইচএএইচ/