আলিবাবা বাংলাদেশে বিটুবি ব্যবসার দুয়ার খুলছে

বলছেন জুনাইদ আহমেদ পলক 

চীনের ইন্টারনেটভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলিবাবা ডট কম বাংলাদেশে বিটুবিভিত্তিক ব্যবসা উন্নয়নের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান ট্রেডেশিকে নিয়োগ দিয়েছে।

ট্রেডেশি বাংলাদেশে আলিবাবার নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসা উন্নয়ন ও নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ করবে।

বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আলিবাবা ডট কমের বাংলাদেশের গ্লোবাল সার্ভিস পার্টনার ট্রেডেশি লিমিটেডের পরিচালনায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশি রফতানিমুখী প্রতিষ্ঠানগুলোর বিশ্ববাজারে সংযুক্তকরণ সম্পর্কিত যৌথ উদ্যোগমূলক প্রকল্পের উদ্বোধন হয়।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগের ফলে দেশে ই-কমার্সের আরও প্রসার হবে। সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করা গেলে এই খাত একটা শক্ত ভিত্তি পাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ট্রেডেশির প্রতিষ্ঠাতাদ্বয় রাজিব হোসেন (চেয়ারম্যান) ও শাদাব পারভেজ (ব্যবস্থাপনা পরিচালক)।

বাংলাদেশে আলিবাবা ডট কমের অনলাইন চ্যানেল তৈরি ও পরিচালনার করার পাশাপাশি ট্রেডেশি এদেশের প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল বিপণন সংক্রান্ত কর্মকাণ্ডের সক্ষমতা উন্নয়নে সেবা প্রদান করবে।

/এইচএএইচ/