ভিআর প্রযুক্তির অ্যালকাটেলের স্মার্টফোন

ভিআর প্রযুক্তির অ্যালকাটেল মোবাইল

গ্রাহকদের চাহিদা মতো সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে অ্যালকাটেল ‘আইডল ৪’ মডেলের স্মার্টফোন বাজারে নিয়ে আসছে বাংলাদেশি পরিবেশক ইরাসেল লিমিটেড।

ভিআর হেডসেটের উদীয়মান বাজারে অ্যালকাটেলের পদচারণা ছিল না। এই খাতেও এবার প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অ্যালকাটেলের নিজেদের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট নিয়ে আসছে। ৫.২ ইঞ্চির এইচডি ডিসপ্লের আইডল-৪ স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো।

স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। এতে রয়েছে ফেজ ডিটেকশন অটোফোকাস, টাচ ফোকাস, জিও-ট্যাগিং, আটো এইচডিআর, ডিজিটাল জুম, মাইক্রো ভিডিও, ম্যানুয়াল মোড। অ্যাপাচার সাইজ এফ২.০, ক্যামেরা সেন্সর ১/৩ ইঞ্চি, পিক্সেল সাইজ ১.১২ মাইক্রোমিটার। সেলফিপ্রেমীদের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। হ্যান্ডসেটটির ইন্টার্নাল স্টোরেজ ১৬ জিবি যা মাইক্রো এসডি দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটির র‌্যাম ৩ জিবি।

/এইচএএইচ/