হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ

ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন অনেক ফিচার নিয়ে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ইমেজ ডুডলিং নামের নতুন আরেকটি ফিচার।

এই ফিচারটির সাহায্যে ব্যবহারকারীরা ছবি এবং ভিডিওতে আঁকিবুকি করতে পারবেন। এটা দিয়ে অনেকটা স্ন্যাপচ্যাট -এর মতো কাজ করা যাবে। ফিচারটি ব্যবহারকারীদেরকে ছবি কিংবা ভিডিওতে ইমোজি ব্যবহারের সুবিধাও দেবে। এতে করে তারা নিজেদেরকে আরও সুন্দরভাবে প্রকাশ করতে পারবে।

ইমেজ ডুডলিং এখন শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হলেও শিগগিরই তা আইওএস ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া হোয়াটসঅ্যাপ সম্প্রতি আরেকটি আপডেট নিয়ে এসেছে যার সাহায্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অন্যদেরকে ট্যাগ করা যায়। নতুন এই ট্যাগিং ফিচারের ফলে একজন ব্যবহারকারী গ্রুপের নোটিফিকেশন আর মিউট করতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/