ফেসবুকের নতুন অ্যাপ ইভেন্টস

 

ফেসবুকের নতুন অ্যাপ ইভেন্টস
ইভেন্টস নামে নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে এই অ্যাপটি উন্মুক্ত করে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় এই প্রতিষ্ঠানটি।

অ্যাপটির মাধ্যমে বিভিন্ন পেজের ইভেন্ট সম্পর্কিত তথ্য জানা যাবে। এছাড়া এর সাহায্যে বিভিন্ন ঘটনা সহজেই খুঁজে পাওয়া যাবে। বর্তমানে ফেসবুকেই ইভেন্ট সম্পর্কিত সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইভেন্টস অ্যাপটি সবার কাছে পৌঁছানোর পরও এই সেবা অব্যাহত থাকবে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

অ্যাপটি সম্পর্কে ফেসবুকের পণ্য ব্যবস্থাপক আদিত্য কুলওয়াল এক বিবৃতিতে বলেন, প্রতিদিন ১০ কোটির বেশি মানুষ ফেসবুকে ইভেন্টস ব্যবহার করেন। আশপাশে কী ঘটতে যাচ্ছে কিংবা দৈনন্দিন ঘটনা স্মরণে রাখতে ফেসবুক ইভেন্টস অ্যাপ নিয়ে এসেছে।

ইভেন্টস অ্যাপটি এখন শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। পর্যায়ক্রমে এটা সবার কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ। অন্যদিকে বর্তমানে শুধু আইওএস ব্যবহারকারীরা ব্যবহার করতে পারলেও শিগগিরই এটা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও উন্মুক্ত করে দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/