ই-কমার্স প্রতিষ্ঠান উৎসববিডির যাত্রা শুরু

উৎসববিডি ডট কম

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্ল্যাটফর্ম উৎসব ডটকম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে উৎসববিডি ডটকম (www.utshobbd.com) নামে।

উৎসব ডটকম বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশি বশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক রায়হান জামান ২০০৫ সালের ৫ আগস্ট নিউ ইয়র্কে উৎসব ডটকমের কার্যক্রম শুরু করেন। বাংলাদেশি ই-কমার্স সাইটগুলোর মধ্যে সর্বপ্রথম যুক্তরাষ্ট্রের প্যাটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক থেকে উৎসববিডির লোগো ট্রেড মার্ক করা।

উৎসব ডটকমের এই মুহূর্তে ১০ হাজার অ্যাক্টিভ ক্রেতা এবং ২৫ হাজারের বেশি পণ্য রয়েছে বলে জানান উৎসব ডটকমের ম্যানেজিং পার্টনার রায়হান জামান। তিনি বলেন, বিদেশে ব্যাপক সাফল্যের পর এবার দেশেও উৎসববিডি ডটকম নামে কার্যক্রম শুরু করেছি আমরা। আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা আরেফিন শুভ। আয়োজকরা জানান, নর্থ আমেরিকায় অনুষ্ঠিত প্রায় সব বাংলাদেশি ইভেন্টের স্পন্সর উৎসব ডটকম। প্রতিষ্ঠানটি কানাডা ও আমেরিকায় বাংলাদেশি কালচার ও শিল্পচর্চার জন্য কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রতিষ্ঠানটি বাল্য বিবাহ রোধ করতে সচেতনতামূলক কাজ করছে।

দেশ ও দেশের বাইরে প্রিয়জনদের জন্মদিন, বিবাহ বার্ষিকীসহ অন্য বিশেষ দিনের জন্য গিফট দেওয়া এবং অনলাইন কেনাকাটার ওয়েবসাইট উৎসব ডট কম। ৪ হাজারেরও বেশি ধরনের পণ্য রয়েছে সাইটটিতে। যেকোনও শ্রেণিপেশার মানুষ সহজে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। ফুল, শাড়ি, কেক, সেলফোন, সালোয়ার কামিজ, ডিজিটাল ক্যামেরাসহ প্রায় সবধরণের পণ্য এখানে কিনতে পারবেন আগ্রহীরা।

/এইচএএইচ/