রবি-এয়ারটেল একীভূতকরণে বিটিআরসির চূড়ান্ত অনুমোদন

রবি-এয়ারটেল

মোবাইলফোন অপারেটর রবি-এয়ারটেল একীভূতকরণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ মঙ্গলবার বাসসকে এ তথ্য জানান।

কমিশন চেয়ারম্যান বলেন, আমরা একীভূতকরণ প্রস্তাবে অনুমোদন দিয়েছি। এটি সম্পন্ন হতে এক মাসের মতো লাগতে পারে। তিনি জানান, এটি টেলিযোগাযোগ শিল্পের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। এই খাতে কাজটি একটি ইতিবাচক পরিবর্তন আনবে।  

এদিকে গত ৩১ আগস্ট রবি ও এয়ারটেল একীভূত হতে অনুমোদন দেন। এরও আগে রবি ও এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দেন। গত ৮ আগস্ট নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিও তাদের অনাপত্তি পত্র দেয়।

বিটিআরসি যে অনাপত্তি দেয় সেখানে ১৫টি শর্ত দেওয়া হয়। বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্সিং বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এসএম গোলাম সারোয়ার স্বাক্ষরিত ওই অনাপত্তি যে ১৫টি শর্তের কথা উল্লেখ করা হয় তার উল্লেখযোগ্য হলো দুটি অপারেটরেই কমিশনের কাছে বকেয়া থাকলে তা পরিশোধ করতে হবে। কোম্পানি ‍দুটির সবকিছুতেই আইনানুগ কর্র্তপক্ষ/সংস্থা/ আদালতের অনুমোদন থাকতে হবে। অন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনও শেয়ার হস্তান্তর বা ক্রয়-বিক্রয় করা যাবে।

আরও উল্লেখ করা হয়, ০১৬ কোড দুই বছরের অধিককাল পর্যন্ত বিক্রি করা যাবে না। ওই সময়ের পরে বিটিআরসির নির্দেশনা অনুসারে ০১৬ কোডের গ্রাহককে ০১৮ কোডে স্থানান্তর করতে হবে। দুটি অপারেটরের কোনওটি থেকেই কোনও কর্মীকে ছাঁটাই করা যাবে না। একীভূতকরণের পরে সবাই রবির কর্মী হিসেবে রূপান্তর হবেন। এছাড়া কোনও কর্মী যদি একীভূতকরণের সময় চাকরি ছেড়ে দিতে চান তাহলে তাহলে তাকে বিভিন্ন বহুজাতিক কোম্পানি অনুসৃত ভিআরএস ও ভিএসএস বাস্তবায়ন করতে হবে এবং কমিশনকে জানাতে হবে।

বিটিআরসির চেয়ারম্যান আরও জানান, উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পেমেন্ট ও স্পেক্ট্রামের বিষয়ে তিনি জানান, এ বিষয়ে কমিশনের কিছু পর্যবেক্ষণ আছে কিন্তু সেগুলো খুবই ‘মাইনর’। আর ভিআরএস (ভলান্টারি রিটায়ারমেন্ট স্কিম) বিষয়ে তিনি জানান, কর্মীদের জন্য তারা ৪টি বেসিকের অনুমোদন দিয়েছেন।

/এইচএএইচ/