বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতিতে টেলিটক কর্মীরা

 

টেলিটক

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও আন্দোলনে নেমেছে রাষ্ট্রায়াত্ত্ব মোবাইলফোন অপারেটর টেলিটকের কর্মীরা। সোমবার থেকে টেলিটক কর্মীরা অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ঘোষণা দিয়েছে। গুলশানে অপারেটরটির প্রধান কার্যালয়ের নিচে টেলিটকের কর্মীরা জড়ো হয়ে এই কর্ম বিরতির ঘোষণা দেন।  

অপারেটরটির এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সভাপতি আবু রায়হান মো. আল  কাউসার বলেন, এবার দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব।

এর আগেও অপারেটরটির কর্মীরা বেতন ভাতা বৃদ্ধির জন্য আন্দোলনে গিয়েছিল। গত ২৩ আগস্ট ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম টেলিটক কর্মীদের বেতন-ভাতা বাড়ানোর আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। তারপর এতোদিন পার হয়ে গেলেও আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় টেলিটক কর্মীরা আবারও আন্দোলনে নেমেছে বলে জানান অ্যাসোসিয়েশনের কর্মীরা।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে ডাক বিভাগের অবিভাগীয় কর্মচারীদের মাসিক সম্মানী ভাতা শতভাগ বাড়ানো হয়েছে।ডাক বিভাগে ওই মাসেই এক অনুষ্ঠানের আয়োজন করে তা উদযাপনও করা হয়।

/এইচএএইচ/