এলো নতুন ওয়ালেট সেবা জিপে

জিপে

ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান আরও সহজ করেতে ওয়ালেট সেবা ‘জিপে’ চালু করেছে গ্রামীণফোন। সোমবার ঢাকার স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে জিপের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীনফোনের হেড অব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এরওয়ান গিলেবার্ট এবং চিফ করপোরেট অফিসার মাহমুদ হোসেন। জিপে সম্পর্কে এরওয়ান গিলেবার্ট বলেন, এখন থেকে গ্রামীণফোনের বিদ্যমান সব ধরনের পেমেন্ট সেবা ডিজিটাল ও স্মার্ট পদ্ধতিতেস পাওয়াযাবে জিপের মাধ্যমে। জিপে সেবা গ্রহণ করলে ইউটিলিটি বিল দেওয়া অথবা ট্রেনের টিকেট কাটার জন্য গ্রাহককে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। অনুষ্ঠানে জানানো হয় দেশের ১৪টি ইউটিলিটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে জিপে।  

বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ অন্যান্য বিল পরিশোধ (ইউটিলিটি বিল), ট্রেনের টিকিট কেনা, ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবিক্যাশ আউটলেট থেকে মোবাইলে টাকা ঢোকানোর মতো প্রয়োজনীয় সব সেবা পাওয়ার জন্য জিপে আরও সুবিধাজনক ও উপযোগী ডিজিটাল সমাধান হবে গ্রামীণফোন ব্যবহারকারীদের। জিপি ওয়ালেটের মাধ্যমে গ্রাহকরা তাদের ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন, মোবাইলে ব্যালেন্স রিচার্জ এবং তাদের হ্যান্ডসেট থেকেই ট্রেনের টিকেট কিনতে পারবেন। এসব সেবা পেতে গ্রাহক যেকোনও মোবিক্যাশ আউটলেট অথবা নির্বাচিত সহযোগী ব্যাংকের অ্যাকাউন্ট বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে জিপে ওয়ালেটে টাকা ঢোকাতে পারবেন।

গ্রাহকরা *777# কোড ডায়াল করে কিংবা গুগল প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, মেসেজ লিখে (Reg লিখে পাঠাতে হবে 1200 এই নাম্বারে) বা মোবিক্যাশ আউটলেটের মাধ্যমে সহজেই জিপে ওয়ালেট খুলতে পারবেন। জিপে অ্যাপ ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে কিন্তু গ্রামীণফোন গ্রাহকরা এই অ্যাপ্লিকেশনটি কোনও ডাটা খরচ ছাড়াই ব্যবহার করতে পারবেন।

/এইচএএইচ/