বাজারে আসলো আসুসের গেমিং গ্রাফিক্সকার্ড

ডুয়াল-জিটিএক্স ১০৭০-০৮জিগেমারদের জন্য আসুসের অত্যাধুনিক গ্রাফিক্সকার্ড ডুয়াল-জিটিএক্স ১০৭০-০৮জি আনলো গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা রামিসা আঞ্জুম হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডারের গ্রাফিক্স কার্ডটির ইঞ্জিন ১৭৯৭ মেগাহার্জ ও মেমরি ক্লক ৮০০৮ মেগাহার্জ। যা অন্যান্য গ্রাফিক্স কার্ড থেকে দ্রুততর কর্মক্ষমতার নিশ্চয়তা দেয়। শূন্য ডেসিবলের শব্দহীন পরিবেশ বজায় রাখার জন্য রয়েছে ট্রিপল উইঙ্গ ব্লেড এবং স্ট্রিক্স জিপিউ ফরটিফায়ার যা গ্রাফিক্স প্রসেস ইউনিটকে সংরক্ষণ করে। এছাড়াও গ্রাফিক্সকার্ডটি ওপেন জিএর ৪.৫ সমর্থিত, ৮ জিবি ডিডিআর ৫ ভিডিও মেমরি সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডটি ৭৬৮০*২১৬০ রেজ্যুলেশন প্রদান করতে পারে।

এইচডি সিপি সাপোর্ট সম্পন্ন এই গ্রাফিক্স কার্ডে আরও রয়েছে ১টি ডিভিডি আই আউটপুট, ১টি এইচডি এমআই আউটপুট, ২টি ডিসপ্লে পোর্ট। গেমারদের চাহিদা অনুযায়ী এ গ্রাফিক্স কার্ডটি দুর্দান্ত ও দ্রুতগতির গেমিং পারফরম্যান্সের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর মূল্য ধরা হয়েছে ৪৬ হাজার ৬শ’ টাকা।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭১৩-২৫৭৯৩৮ নম্বরে।

/এসএনএইচ/