৬০ সেকেন্ডে হ্যাক গুগল ফোন!

পিক্সেল ফোন

আইফোনের সঙ্গে পাল্লা দিতে বেশ জোরেশোরেই বাজারে প্রবেশ করেছিল গুগলের পিক্সেল ফোন। এই ফোনে আছে নানা ধরনের ফিচার। দারুণ সব ফিচার সম্পন্ন এ স্মার্টফোনটিকে বিভিন্ন সময় আইফোনের চেয়েও সুরক্ষিত বলে দাবি করে এসেছে গুগল কর্তৃপক্ষ।

কিন্তু শেষ পর্যন্ত তাদের এই দাবি মিথ্যা বলে প্রমাণিত হলো। কেননা চীনের হ্যাকাররা মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে পিক্সেল ফোন হ্যাক করে দেখিয়েছে। দেশটির নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা কুইহো ৩৬০-এর হ্যাকাররা এই কাজ করতে সক্ষম হন।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ২০১৬-পনফেস্ট হ্যাকিং প্রতিযোগিতায় গুগলের নতুন পিক্সেল ও পিক্সেল এক্সএল ফোন এক মিনিটেরও কম সময়ে হ্যাক করে দেখান হ্যাকাররা। এ কারণে তারা ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার হিসেবে পেয়েছেন।

গুগল মাঝে মাঝেই এ ধরনের হ্যাকিং চ্যালেঞ্জ ছোঁড়ে। যারা এসব চ্যালেঞ্জে জিতে যায় তারা বেশ ভালো পরিমাণের অর্থ পুরস্কার পান। মূলত এই ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার উদ্দেশ্য হলো ফোনের দুর্বল দিকগুলো খুঁজে বের করা। সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল বলা যায়।

/এইচএএইচ/