অ্যাসোসিও আইসিটি সামিটের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

জুনাইদ আহমেদ পলক

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে চলমান অ্যাসোসিও জেনারেল অ্যাসেম্বলি অ্যান্ড আইসিটি সামিট-২০১৬ এ বুধবার তথ্য ও যোগাযোগ যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশ: আ স্টোরি অব ট্রান্সফরমেশন শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে প্রতিমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের অগ্রগতি এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ -এর রূপকল্প তুলে ধরেন। এ সময় উইটসার সভাপতি ইভানু চু, অ্যাসোসিওর সভাপতি বুনরাক সারাগানান্দা, মিয়ানমার কম্পিউটার ফেডারেশনের প্রেসিডেন্ট খুন ও এবং অ্যাসোসিওর সদস্য দেশগুলোর সরকারি-বেসরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে জুনাইদ আহমেদ পলক উইটসার সভাপতি ইভানু চু -এর সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে উইটসা সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বিশ্ববাসীর নজর কেড়েছে। ফলে, তাদের সুনিপুণ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সার্বিক কর্মকাণ্ড দৃশ্যমান বলেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এ সময় প্রতিমন্ত্রী উইটসা সভাপতিকে সদস্য দেশগুলোর মধ্যে ট্যালেন্ট পুল ডেভেলপমেন্ট, জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর, সাইবার নিরাপত্তায় সমন্বিত মনোযোগ এবং পলিসি পোর্টাল (সদস্য দেশগুলোর মধ্যে শেয়ারিং -এর মাধ্যমে একটি সমন্বিত পলিসিতে পৌঁছানো) তৈরি করার প্রস্তাবনা দিলে উইটসা সভাপতি তাতে সম্মতি প্রদান করেন এবং এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা শুরু করতে ঐকমত্যে পৌঁছান।

প্রসঙ্গত, অ্যাসোসিও গত ১৫ নভেম্বর বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগকে ডিজিটাল গভর্নমেন্ট অ্যাওয়ার্ড-২০১৬ -এ ভূষিত করেছে।

/এইচএএইচ/