আজকের ডিলে শনিবারের ‘বউনি’ অফার

আজকের ডিল ডট কম

ব্যবসার ক্ষেত্রে সাধারণত বউনি শব্দটি ব্যবহৃত হয়। এ শব্দটিকে শুভদ্যোতক হিসেবেই দেখা হয়। বউনি মানে উদ্বোধন; দোকান খোলার পর প্রথম বিক্রি। দিনের প্রথম ক্রেতা তাই দোকানদারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এ ক্রেতাকে লক্ষ্মী মনে করেন, হোক সে পরিচিত বা অপরিচিত। মনে করা হয়, যেহেতু বউনির মাধ্যমে দিনের বিক্রি শুরু হয়, তাই এ ক্ষেত্রে কখনও অসৎ উপায় অবলম্বন করা হয় না। মাপে এবং দামে আসলটাই দেওয়া হয়। ব্যবসায়ীদের ধারণা, প্রথম বিক্রীত বস্তু যদি মোটা অঙ্কের হয়, তাহলে সারাদিনের ব্যবসাও হবে লাভজনক। অনেক দোকানদার তাই সুশ্রী ব্যক্তির হাত দিয়ে বউনির প্রত্যাশা করে থাকেন। বিশ্বাস, এতে বেচাকেনা লাভজনক হবে।

আধুনিক এই সময়ে গ্রাম-বাংলার ঐতিহ্য বউনি প্রথা আবারো ফিরে আসছে ই-কমার্স সাইট আজকের ডিলের হাত ধরে। আগামী শনিবার (২৬ নভেম্বর) সারাদিন আজকের ডিলে চলবে এই বউনি অফার। শনিবারের বউনি অফার নামে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এ ধরনের অফার চালু করলো। এখন থেকে প্রতি শনিবার এই অফার চালু থাকবে বলে জানিয়েছেন আজকের ডিল কর্তৃপক্ষ।

সকালে ঘুম থেকে ওঠেই প্রয়োজনীয় কিছু কিনতে দোকানে গেলে দোকানি প্রায়ই বলে থাকেন, ভাই, আপনার কাছে প্রথম বউনি করলাম। দোয়া করবেন, দিনটা যেন ভালো যায়। বিশেষ করে গ্রামে-গঞ্জে এই প্রথাটা বেশি প্রচলিত। যারা কখনও গ্রামাঞ্চলে সকাল বেলা দোকান থেকে কিছু কিনতে গেছেন তারা এই কথাটির সাথে পরিচিত থাকার কথা। বাকিরা হয়তো নতুন শুনছেন এই শব্দটি। কিংবা শুনে থাকলেও এ সম্পর্কে সঠিক ধারণা নাও থাকতে পারে।

সাধারণত দিনের প্রথম পণ্য বিক্রয়কে বউনি বলা হয়ে থাকে। সেক্ষেত্রে যিনি প্রথম ক্রেতা হন তিনি পান বিশেষ ছাড়। কারণ ব্যবস্যায়ীরা তাকে লক্ষ্মী বলেই মেনে নেয়। ফলে তার সাথে কোনও ধরনের দামাদামিতে যায় না। এদিক থেকে তাই বউনি ক্রেতা লাভবান হন।

বিশ্বের বিভিন্ন দেশে একটি বিশেষ দিনকে সামনে রেখে ই-কমার্স সাইটগুলো এ ধরনের আয়োজন করে থাকে। চীনে আলিবাবা ডট কম আয়োজন করে সিঙ্গেলস ডে, আমেরিকায় বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করে ব্ল্যাক ফ্রাইডে। এছাড়া অন্যান্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এরকম নানা নামে বিশেষ একটি দিনে ছাড় দেওয়া হয়। বাংলাদেশে এ ধরনের আয়োজন খুব একটা দেখা যায় না। তবে আজকের ডিল গ্রাহকের জন্য এ ধরনের একটি আয়োজন করছে।

আর ঠিক এ ধরনের সুবিধাই ক্রেতাদের দিতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস আজকেরডিল ডট কম। বউনি অফারের জন্য আজকের ডিলের বাছাই করা ২০ হাজারের বেশি পণ্য ২০-৫০ শতাংশ ছাড়ে কেনা যাবে। আজকের ডিলের ওয়েবঠিকানা: https://ajkerdeal.com/

/এইচএএইচ/