শেষ হলো আওয়ার অব কোড

এবার অংশ নিল ক্ষুদে প্রতিযোগীরা

কম্পিউটারের ভাষাকে জনপ্রিয় করতে বিশ্বব্যাপী হয়ে গেলো ‘আওয়ার অব কোড’ সপ্তাহ। কোড ডট অর্গের এই আয়োজনটি এ বছর ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলে।

এবার বাংলাদেশে এই কর্মশালার আয়োজন করে প্রযুক্তি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। সারাদেশে ২০টির বেশি কর্মশালার আয়োজন করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাদের জন্য আয়োজন এবারই প্রথম। ফ্রি দেয়ার মাইন্ডসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় তেজগাঁও শিল্প এলাকা প্রাথমিক বিদ্যালয়ে।

এ বিষয়ে ফ্রি দেয়ার মাইন্ডসের ইয়ামিন আহমেদ বলেন, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীকে কম্পিউটার ব্যবহারে পারদর্শী করার যে লক্ষ্য নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম, আওয়ার অব কোড তাকে আরও নতুন মাত্রা দিল। ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এ ধরনের আয়োজন আরও করব।

আয়োজন সম্পর্কে প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নেজামী বলেন, আওয়ার অব কোডের মাধ্যমে আমরা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে এই বিশ্বাস গড়ে তুলতে চাই যে, বিশ্বদুয়ার তাদের জন্য উন্মুক্ত।

এমন আয়োজনে খুশি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক রিক্তা অলিভিয়া গোমেজ। তিনি আয়োজকদের এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

/এইচএএইচ/