ছাড় ও উপহারে জমজমাট ল্যাপটপ মেলা

 

ল্যাপটপ মেলা

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ মূল্যছাড় ও উপহারে জমে উঠেছে ল্যাপটপ মেলা। শুক্রবার মেলার দ্বিতীয় দিনে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গন। পছন্দের প্রযুক্তি পণ্য কিনতে ও দেখতে উপস্থিত হন তারা। এই জমজমাট মেলা শেষ হচ্ছে শনিবার।এদিনও মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

মেলার প্রবেশ পথেই ছোটদের জন্য বিশেষ আকর্ষণ নিয়ে বসেছে দেশীয় প্রযুক্তি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল। ছোটদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে মিনি ল্যাপটপ। দাম সাড়ে ৮ হাজার টাকা। এছাড়া রয়েছে শিক্ষামূলক সিডি ও ডিভিডি।

মেলায় অফার ও মূল্যছাড় নিয়ে হাজির হয়েছে বিশ্বখ্যাত ল্যাপটপ ব্র্যান্ডগুলো। পাশাপাশি প্রথমবারের মতো অংশ নিয়েছে দেশীয় ল্যাপটপ ব্র্যান্ড ওয়ালটন। চারটি মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো প্যাশন, টামারিন্ড, কারোন্ডা এবং ওয়াক্স জাম্বু। চারটি সিরিজের ল্যাপটপেই ছাড় দিচ্ছে ওয়ালটন। কোর আই-৩ ল্যাপটপগুলোতে ৫, কোর আই-৫-এ ৭ এবং কোর আই-৭ ল্যাপটপে ৮ শতাংশ মূল্যছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

মেলায় ল্যাপটপ দেখছেন এক প্রযুক্তিপ্রেমী

ল্যাপটপের সঙ্গে ছাড়ের অফার দিচ্ছে ডেল। মূল্যছাড়ের সঙ্গে স্ক্র্যাচ অ্যান্ড উইনে থাকছে বাইসাইকেল, মনিটরসহ বেশকিছু পুরস্কার জেতার সুযোগ। তাছাড়া নিশ্চিত উপহার হিসেবে থাকছে গিফট ভাউচার। এছাড়া ডেল সপ্তম প্রজন্মের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত হিসেবে একটি স্পিকারে ৫০০ টাকা ছাড় থাকছে।

এসার প্রতিদিন কুপনে দুটি এলইডি টিভি উপহার দেবে। নিশ্চিত পুরস্কার হিসেবে একটি জ্যাকেট ও একটি ব্যাকপ্যাক পাওয়া যাবে এসার ল্যাপটপ কিনলে।

এইচপির ল্যাপটপের সঙ্গে সাতটি গিফট দেওয়া হচ্ছে। পাশাপাশি থাকছে মূল্যছাড়।

স্ক্র্যাচ অ্যান্ড উইন অফারে আসুস ল্যাপটপ মেলায় রেফ্রিজারেটর, আসুস জেনফোন, জ্যাকেট টি-শার্ট, পাওয়ার স্ট্রিপ ও অ্যান্টিভাইরাস পাওয়ার সুযোগ থাকছে।

লেনোভো ল্যাপটপ কিনলে ক্রেতারা স্ক্র্যাচ অ্যান্ড উইনে একটি বাইসাইকেল, একটি এলইডি টিভি এবং জ্যাকেট জেতার সুযোগ দিচ্ছে। তবে এর বাইরে রয়েছে বিভিন্ন মডেলভেদে মূল্যছাড়।

ইসেট অ্যান্টিভাইরাস কিনলে নিশ্চিত উপহার হিসেবে থাকছে একটি ল্যাপটপ কুলার অথবা এজ ইন্টারনেট মডেম।

এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ১৮তম ল্যাপটপ মেলা। এবারের আয়োজনে ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন ও ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে।

এবারের মেলায় এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, ওয়ালটন, লাভা, অ্যাভিরা, আই-লাইফ, ইসেট, রাপ্পো, লিনেক্স, রিভসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে। মেলায় ল্যাপটপের পাশাপাশি পাওয়া যাচ্ছে ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও বিভিন্ন ধরনের গ্যাজেটস।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: লেনোভোর সপ্তম প্রজন্মের ল্যাপটপ