আবারও সরকারকে ‘ব্যবহারকারীর তথ্য’ দিলো ফেসবুক

রিপোর্টের বাংলাদেশ অংশ

সরকারের অনুরোধে সাড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারও ব্যবহারকারীর তথ্য (আইডির বিপরীতে) দিলো বাংলাদেশকে। এবার ১০টি (ফেসবুক আইডি) তথ্য চেয়েছিল সরকার। ফেসবুক ৯টির তথ্য দিয়েছে। ফেসবুক প্রকাশিত গ্লোবাল গভর্নমেন্ট রিকোয়েস্ট রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। সূত্র ডিজিটাল ট্রেন্ড।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিভিন্ন দেশের সরকারের আবেদনের প্রেক্ষিতে ফেসবুক তথ্য দেয় এবং প্রদেয় তথ্যের পরিসংখ্যান নিয়ে ২১ ডিসেম্বর এই রিপোর্ট প্রকাশ করে। কোনও দেশের সরকার তার দেশের ফেসবুক ব্যবহারকারীদের বিষয়ে কোনও তথ্য চেয়ে আবেদন করলে ফেসবুক কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে তাদের নীতিমালার আওতায় পড়ে এমন তথ্য সংশ্লিষ্ট দেশের সরকারকে দিয়ে থাকে।  

এবারের রিপোর্ট উল্লেখ করা হয়েছে ফেসবুক বাংলাদেশ সরকারকে ৯টি অনুরোধের বিপরীতে ৮টি আইডির তথ্য চেয়ে আবেদন করলে ১১ দশমিক ১১ শতাংশ তথ্য সরবরাহ করেছে। তবে কোন কোন আইডির তথ্য দেওয়া হয়েছে তা ওই রিপোর্টে প্রকাশ করেনি ফেসবুক। জরুরিভিত্তিতে একটি আইডির তথ্য চেয়ে আবেদন করলে ফেসবুক কর্তৃপক্ষ ওই আইডির পুরো তথ্য দিয়েছে।

/এইচএএইচ/   

 আরও পড়তে পারেন: বাংলাদেশ সরকারকে তথ্য দিলো ফেসবুক 

                           সরকার খুঁজছিল এমন ৩ ব্যক্তির তথ্য দিয়েছে ফেসবুক