বাজারে নতুন মাদারবোর্ড

গিগাবাইটের নতুন মাদারবোর্ডদেশের বাজারে উন্মুক্ত হলো গিগাবাইট-২০০ সিরিজের মাদারবোর্ড। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বাংলা মটরের বিআইজেএফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ ও গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান।
জাফর আহমেদ বলেন, আমরা সব সময়ই হালনাগাদ তথ্যপ্রযুক্তি পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় ইন্টেল সপ্তম প্রজন্মের প্রসেসর সমর্থিত গিগাবাইট- ২০০ সিরিজের অরোস মাদারবোর্ডগুলো বাজারে এনেছি।
দেশের বাজারে পাওয়া যাবে গিগাবাইট জেড২৭০এক্স গেমিং কে৩, গিগাবাইট অরোস জেড২৭০এক্স গেমিং ৫, গিগাবাইট জেড২৭০এক্স আল্ট্রা গেমিং এবং গিগাবাইট অরোস জেড২৭০এক্স গেমিং ৭ মডেলের মাদারবোর্ড। প্রফেশনাল গেমার এবং গ্রাফিকস ও মাল্টিমিডিয়া ডিজাইনারদের জন্য বিশেষভাবে তৈরি মাদারবোর্ডগুলোর প্রতিটিই ইন্টেল ষষ্ঠ ও সপ্তম প্রজন্মের প্রসেসর সমর্থিত।

মাদারবোর্ডগুলোর দাম ১৫ থেকে ৫৫ হাজার টাকার মধ্যে।

/এইচএএইচ/