হেডফোন ব্র্যান্ড: ভালো থেকে খারাপ

হেডফোনসম্প্রতি ডক্টর ড্রে নামক একটি প্রতিষ্ঠানের পরিচালিত গবেষণায় বেশ কয়েকটি জনপ্রিয় হেডফোনের নাম উঠে এসেছে। এগুলোকে আবার কয়েকটি ধাপে ভাগ করা হয়। যেমন- সুপার সনিক, সাউন্ডস গ্রেট, সাউন্ডস গুড, আনসাউন্ড ইত্যাদি। এরকম প্রতিটি ধাপে তিনটি করে হেডফোনের নাম অন্তর্ভুক্ত করা হয়। এগুলোতে শীর্ষে থাকা হেডফোনগুলো হলো-
সুপার সনিক
সুপার সনিক ধাপটিতে সবচেয়ে ভালো হেডফোনগুলোকে যুক্ত করা হয়। এ ধাপে থাকা তিনটি হেডফোন হলো শুরে, গ্র্যাডো এবং ক্লিপসিক। এগুলো হলো সবচেয়ে নির্ভরযোগ্য হেডফোন। এছাড়া এগুলোর পারফরমেন্সও অসাধারণ।
সাউন্ডস গ্রেট

এ ধাপে যে তিনটি হেডফোন অন্তর্ভুক্ত করা হয় এগুলো হলো পাইওনিয়ার, সনি এবং একেজি। হেডফোন জগতে শীর্ষ তিনের পরেই এদের অবস্থান। এগুলোর মধ্যে পাইওনিয়ার ও একেজি ডিজেরা ব্যবহার করে। অন্যদিকে সনি হেডফোনের পারফরমেন্সও অনেক ভালো।

সাউন্ডস গুড

সাউন্ডস গুডে আছে সেনহেইসার, জেভিসি এবং অডিও টেকনিকা। আগের দুটি ধাপের চেয়ে এ ধাপের হেডফোনগুলো একটু নিম্নমানের হয়ে থাকে। গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী এগুলো একেবারে পারফেক্ট নয়। তবে একেক দিক বিবেচনায় এগুলোর পারফরমেন্স একেক রকম।

সূত্রঃ টাইম

/এইচএএইচ/