ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের পরিকল্পনা ফেসবুকের

ফেসবুকফেসবুক ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যোগ করছে। এরই ধারাবাহিকতায় ফেসবুক এবার তাদের ভিডিওতে বিজ্ঞাপন প্রচারের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের সঙ্গে পাল্লা দিয়ে ফেসবুক ভিডিও কনটেন্ট-এ বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা করছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম রিকোড -এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নতুন এই পরিকল্পনা ফেসবুক ও প্রকাশকদের আয়ের নতুন পথ দেখিয়ে দেবে। জানা গেছে, ফেসবুক তাদের ভিডিও কনটেন্ট-এ মিড রোল বিজ্ঞাপন ফরম্যাটের পরিকল্পনা করেছে। এতে করে ভিডিও প্রকাশকরা যেকোনও ভিডিওর মাঝখানে ২০ সেকেন্ড পরে বিজ্ঞাপন ইনসার্ট করতে পারবেন। এতে ফেসবুক, প্রকাশক ও ভিডিও নির্মাতারা উভয়ই লাভবান হবেন।
জানা যায়, নতুন এই সেবা থেকে প্রাপ্ত রাজস্ব ইউটিউব তাদের আপলোডারদের প্রদান করে থাকে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, ফেসবুক প্রকাশকদেরকে এমন ভিডিও তৈরির অনুমতি দেবে। যেটি বিজ্ঞাপনদাতারা স্পন্সর করতে পারবেন। তবে এই সুবিধাটি কেবল কিছু সংখ্যক সুপরিচিত প্রকাশকরা পাবেন।
/এইচএএইচ/