‘স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে তিন স্তরের পিরামিড স্ট্রাকচার’

বলছেন জুনাইদ আহমেদ পলকআইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে একটি স্টার্টআপ ইকো সিস্টেম তৈরি করতে আমরা মূলত তিন স্তরের একটি পিরামিড স্ট্রাকচার চিন্তা করছি, যার সবচেয়ে উপরে থাকবে উদ্ভাবকরা। ওরা হয়তো সংখ্যায় অল্প হবে কিন্তু বাংলাদেশে আইটি শিল্পে তারা বিশাল অবদান রাখবে। এরপরে থাকবে এচিভাররা, যারা আইটি/আইটিএস-এ গ্র্যাজুয়েশন করে কোম্পানির প্রধান  নির্বাহী,  সিএক্সও বা সিএফও হবেন। তাদের সে মেধাকে লালন করতে সরকার তাদের সহযোগিতা করবে। সবশেষে থাকবে ফ্রিল্যান্সিং খাতসহ অন্যান্য খাতে সংশ্লিষ্টরা, যারা এ খাতকে এগিয়ে নিতে ছোট ছোট উদ্যোগে জড়িত। এভাবেই দেশে একটি অনন্য ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম তৈরি করতে আমরা কাজ করছি।
সোমাবার রাজধানীর কাওরান বাজারের জনতা টাওয়ারের সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ক্রিয়েটিং আ ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম: গভর্নমেন্টস রোল’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী পলক আরও বলেন, বাংলাদেশে একটা স্টার্টআপ ইকো সিস্টেম তৈরি ও একটা ইনোভেশন কালচার তৈরি করতে আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে শুনতে চাই যে সরকারের কি কি করণীয়, আমরা প্রাইভেট সেক্টরগুলোর কাছ থেকে জানতে চাই তাদের প্রবৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে তারা প্রয়োজনীয় কি পরিমাণ সুযোগ সুবিধা চান। এ জন্যই আমরা বিশেষজ্ঞদের এবং প্রাইভেট সেক্টরকে আমন্ত্রণ করেছি। আইসিটি বিভাগ এ খাত সংশ্লিষ্ট সবার সঙ্গে একযোগে কাজ করার মাধ্যমে একটি ‘ক্রিয়েটিভ ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম’ সৃষ্টিতে কাজ করছে।

গোলটেবিল আলোচনায় ভেঞ্চার ক্যাপিটাল ইকো-সিস্টেম গড়ে তুলতে করণীয় এবং বিশ্বের অন্যান্য দেশের ‘বেস্ট প্র্যাকটিস’গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকো স্টেট ইউনির্ভাসিটির ড. মাহমুদ হুসাইন কি-নোট উপস্থাপন করেন।

বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় সান ফ্রান্সিসকোভিত্তিক সিপিএ ভেঞ্চার ক্যাপিটালের কনসালটেন্ট টিনা জাবিন, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান জামিল আজহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, বেসিসের সাবেক সভাপতি শামীম আহসান, সহজ ডট কম -এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদিরসহ আরও অনেকেই অংশ নেন।

প্রসঙ্গত, দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে ভেঞ্চার ক্যাপিটালের সংযোগ, স্টার্ট-আপদের সহযোগিতা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গৃহীত ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া) উদ্যোগে এই গোলটেবিল আলোচনা থেকে উৎসরিত সুপারিশমালার কার্যকর প্রয়োগ করা হবে।

/এইচএএইচ/