বাজারে আসুসের নতুন গ্রাফিক্স কার্ড

Image 001বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে আসুসের নতুন এনভিডিয়ার জিটিএক্স-১০ সিরিজের গ্রাফিক্স কার্ড ইএক্স-জিটিএক্স-১০৫০ টিআই-ও৪জি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গ্রাফিক্স কার্ডে একটি ডিভিআই, একটি এইচডিএমআই এবং একটি ডিসপ্লে পোর্ট রয়েছে। এর মেমোরি ইন্টারফেস ১২৮ বিট এর, মেমোরি ক্লক ৭০০৮ মেগা হার্জের কুডা কোর ৭৬৮। এই গ্রাফিক্স কার্ডে নতুন প্রযুক্তির ফ্যান ব্যবহার করা হয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ টেকসই এবং এটি সহজে গরম হয় না। অতিরিক্ত পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় না বলে যে কোনও সাধারণ পিসিতেও এই কার্ডটি ব্যবহার করা যাবে। গ্রাফিক্সকার্ডটির মূল্য ১৭ হাজার ৫০০ টাকা এবং সঙ্গে থাকছে ২ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

/এসএনএইচ/