বাজারে নকিয়ার নতুন মোবাইল

নকিয়ার নতুন মোবাইল ফোনদেশের বাজারে নকিয়া-১৫০ মডেলের ডুয়াল সিমের নতুন একটি মোবাইল ফোন সেট বিপণনের ঘোষণা দিয়েছে এইচএমডি গ্লোবাল ওওয়াই (এইচএমডি)। নকিয়া ফোন বিপণনের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করার কয়েক সপ্তাহের মধ্যে এইচএমডি নতুন এই হ্যান্ডসেট বাজারে ছাড়ার ঘোষণা দিলো।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য নতুন প্রজন্মের ফোন বাজারজাত করবে। তাদের বাজারজাত করা মোবাইল হ্যান্ডসেটের মধ্যে ফিচার ফোন বিজনেস ছাড়াও থাকবে আধুনিক প্রযুক্তির স্মার্টফোনের সম্ভার। নকিয়া ১৫০ হ্যান্ডসেটের বিপণন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে এইচএমডি বাজারে নকিয়া ফিচার ফোনের উপস্থিতি জোরদার করবে।
এইচএমডি জানিয়েছে, নকিয়া-১৫০ মডেলের নতুন সেটের আবরণে থাকবে পলিকার্বনেট শেল। এতে কোনো স্ক্র্যাচ বা দাগ পড়বে না। এই সেটে রয়েছে ডুয়াল সিম, এফএম রেডিও ও এমপিথ্রি প্লেয়ার। এর পর্দা ২.৪ ইঞ্চি। ডুয়াল সিমের এই সেটের কিপ্যাড সহজে ব্যবহার করা যাবে।

আরও পড়ুন-

বাজারে আসুসের সপ্তম প্রজন্মের মাদারবোর্ড

কি-বোর্ডের সাহায্যে ফেসবুক ব্যবহার

/এইচএএই/এএআর/আপ-টিআর/