হোয়াটসঅ্যাপের নতুন কয়েকটি ফিচার

হোয়াটসঅ্যাপইন্সট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ জনপ্রিয় একটি অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এ যোগাযোগ মাধ্যমের বর্তমান ব্যবহারকারী ১০০ কোটিরও বেশি। শুরুতে শুধু টেক্সট আদান-প্রদানের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার হলেও বর্তমানে এতে অনেক নতুন ফিচার যোগ করা হয়েছে। সেরকম কয়েকটি ফিচার হলো-
মিডিয়া ফাইল শেয়ার: এখন থেকে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সাহায্যে যে কারও কাছে সর্বোচ্চ ৩০টি মিডিয়া ফাইল পাঠাতে পারবেন। আগে সর্বোচ্চ ১০টি মিডিয়া ফাইল পাঠানো যেত। বর্তমানে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীর জন্য এটা চালু আছে। তবে শিগগিরই সবার জন্য ফিচারটি চালু হবে।
ইন্টারনেট সংযোগ ছাড়া মেসেজ আদান প্রদান: হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখন ইন্টারনেট সংযোগ ছাড়াও মেসেজ পাঠানো যায়। বর্তমানে আইওএস ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। তবে অল্প কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি চালু করা হবে।
কল ব্যাক: কল ফিচার যোগ করার পর হোয়াটসঅ্যাপ কল ব্যাক অপশনও যোগ করেছে। অ্যাপটির সর্বশেষ ভার্সনে ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন।
জিআইএফ সাপোর্ট: বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করা বেশ মজার একটা ব্যাপার। তবে এনিমেটেড জিআইএফ শেয়ার করা গেলে সে মজা আরও বেড়ে যায়। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তাই হোয়াটসঅ্যাপ চালু করেছে জিআইএফ সাপোর্ট। অন্যদের সঙ্গে এটা শেয়ার করতে আপনার স্মার্টফোনে থাকা জিআইএফ নির্বাচন করে সেন্ড অপশন চাপলেই সেটা পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায়। শুধু পাঠানোই নয়, এখন থেকে জিআইএফ সার্চও করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এইচএএইচ/