আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্প ও সুশীলনের আহ্বান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানবাংলাদেশের গ্রামাঞ্চলে ক্যান্সার নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্প ও সুশীলন।
এই আহ্বানে সরকারসহ সব বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ করে চিকিৎসক সমাজকে সাশ্রয়ী নিরীক্ষা ও সঠিক সেবা নিশ্চিত করতে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। দেশে অসংক্রামক রোগের চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণের সুষ্ঠু নীতিমালার অভাবে প্রতিবছর ব্যাপক সংখ্যক প্রাপ্ত বয়স্ক মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে। ফলে আমাদের গড় আয়ু বৃদ্ধি পেলেও প্রকারান্তরে গড় উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে।
এ আহ্বানে স্বাক্ষর করেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের পরিচালক রেজা সেলিম ও সুশীলনের পরিচালক মোস্তাফা নুরুজ্জামান।
/এইচএএইচ/এআর/