হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে নতুনভাবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধারে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি, ভিডিও এবং অ্যানিমেটেড জিআইএফ শেয়ার করতে পারবেন। স্ন্যাপচ্যাটের সঙ্গে মিল থাকা এ ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ প্ল্যাটফর্মের ১ দশমিক ২ বিলিয়ন গ্রাহকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেন কৌম এক ব্লগ পোস্টে লেখেন, আজ থেকে আমরা হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার চালু করছি, যা আপনার কনটাক্ট লিস্টে থাকা মানুষদের মধ্যে ছবি এবং ভিডিও শেয়ার করতে সহায়তা করবে। আগের চেয়ে আরও নিরাপদ উপায়ে কাজটি করা যাবে। যদিও অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন বিষয়টি থাকছেই।
২০১৬ সালের এপ্রিল মাসে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন চালু করে। এরপর এ মাসের শুরুতে প্রতিষ্ঠানটি টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে। যা অ্যাপটির নিরাপত্তায় আরেকটি নতুন স্তর যোগ করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/এপিএইচ/