ফেসবুক বন্ধ করার খবর স্রেফ গুজব: বিটিআরসি চেয়ারম্যান

Facebook-createসরকার নির্দেশ দিলেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করা হবে— কয়েকদিন ধরে ফেসবুকের নিউজ ফিডে এমন একটি খবর ঘুরছে। এটি শেয়ারও হচ্ছে দেদার। কমেন্টও পড়ছে বিস্তর। বিরূপ মন্তব্যে ঠাসা সেই খবর ফেসবুকে ভাইরালও হয়েছে। এর প্রেক্ষিতে জানতে চাইলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমাদের কাছে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনও নির্দেশনা নেই।’

কিছুদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যে কোনও পাবলিক পরীক্ষা চলাকালে ফেসবুকের মাধ্যমে প্রশ্নফাঁসের আশঙ্কা তৈরি হয়। এবারও সেই কানাঘুষা চলছে। এসব কিছুর বিপরীতে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘দেশে এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যে সরকারকে ফেসবুক বন্ধ করে দিতে হবে। দেশের সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাহলে কেন ফেসবুক বন্ধ করার বিষয়টি আলোচিত হতে পারে?’

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, ‘দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবেশ যদি অস্থিতিশীল হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি অবনতি ঘটে তাহলে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিলেও নিতে পারে। সেক্ষেত্রে নির্দেশ এলে আমরা ফেসবুক বন্ধ করে দেবো। সরকার যখনই যে নির্দেশনা আমাদের দেবে সেটাই আমরা পালন করবো, এটা খুব স্বাভাবিক ব্যাপার।’

প্রসঙ্গত, এর আগে দেশে দু’বার ফেসবুক বন্ধ করেছিল সরকার। ২০১৫ সালের ১৮ নভেম্বর দেশে নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ফেসবুকসহ কয়েকটি অ্যাপভিত্তিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশনা জারি করে বিটিআরসি। টানা ২২ দিন বন্ধ থাকার পর ১০ ডিসেম্বর খুলে দেওয়া হয় ফেসবুক। এর আগে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি একদিনের জন্য বন্ধ রাখা হয় ফেসবুক। যদিও বিটিআরসি তখন বলেছিল, কারিগরি সমস্যার কারণে কিছুক্ষণের জন্য ঢোকা যায়নি ফেসবুকে।

/এইচএএইচ/জেএইচ/