ডাকবাহী গাড়ি চালাবেন নারী

১০ জন নারী চালকের হাতে ১০টি ডাকবাহী গাড়ির চাবি তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

 

ডাক বিভাগ প্রবেশ করলো নতুন যুগে। ডাকবাহী মেইল গাড়ি এখন থেকে পুরুষের পাশাপাশি চালাবেন নারী চালকরাও। রবিবার ঢাকায় ডাক ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি ১০ জন নারী চালকের হাতে ১০টি ডাকবাহী গাড়ির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ বিভাগে যুক্ত হতে যাওয়া ১১৮টি যানবাহনের মধ্যে ২০ শতাংশ গাড়ির চালক থাকবেন নারী। এদিন এই প্রকল্পে প্রথম পর্যায়ে পাওয়া ৯টি ওপেন বডি পিকআপ ভ্যান ও ১০টি কাভার্ড ভ্যানের উদ্বোধন করা হয়। বাকি গাড়িগুলো জুন মাসের মধ্যে পাওয়ার কথা।

 এ সময় প্রতিমন্ত্রী জানান, হেভি ভেহিক্যাল চালানোর জন্য প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত মেয়েরা যখন গ্রামে বা ঢাকা শহরে গাড়িগুলো চালাবেন, তখন সেটি হবে দর্শনীয় ও প্রশংসা করার মতো একটি কাজ।  

প্রসঙ্গত, সম্প্রতি একনেকে ডাক বিভাগের ১১৮টি যানবাহন ক্রয় প্রকল্পটি (ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ) অনুমোদন পায়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার,  ডাক বিভাগের মহা-পরিচালক সুশান্ত কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এমএনএইচ/