‘১১১’ পেল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ

ইন্টারনেট থেকে নেওয়া ছবিসরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ১১১ শর্টকোড বরাদ্দ পেয়ছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ১৯৯তম কমিশন সভায় ‘১১১’ শর্টকোড ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে বরাদ্দ দেওয়া হয়ে।

১৯৯তম কমিশন বৈঠকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এই শর্টকোড দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বিভিন্ন তথ্য জানা যাবে। এই নম্বরটি হবে টেলিযোগাযোগ বিভাগে সেবা প্রত্যাশী, তথ্য অনুসন্ধান, অভিযোগ প্রদানসহ সংশ্লিষ্ট সব ধরনের তথ্য জানার একটি বিশেষ মাধ্যম।
জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ২০১৬ সালের জুন মাসে ১১১ শর্টকোড নম্বর প্রদান বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বিটিআরসির কাছে শর্টকোড চাওয়া হয়। কমিশন পরে এই নম্বরটি বরাদ্দ দেয়।
/এইচএএইচ/