তথ্যপ্রযুক্তিতে এক হাজার কর্মসংস্থানের সুযোগ রাজশাহীতে

তথ্যপ্রযুক্তিতে এক হাজার কর্মসংস্থানশিক্ষানগরী রাজশাহীতে অফিস চালুর উদ্যোগ নিয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কাজী আইটি সেন্টার লিমিটেড। আর এর মধ্য দিয়ে রাজধানীর বাইরে কোনও শহরে তথ্যপ্রযুক্তি খাতে নতুন এক হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলো। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও কাজী আইটি সেন্টার লিমিটেডের মধ্যে ঢাকার আগারগাঁওয়ের বিসিসি-কনফারেন্স রুমে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাই্দ আহমেদ পলক। তিনি বলেন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করাই ডিজিটাল বাংলাদেশের অন্যতম মূল লক্ষ্য। আমি কাজী আইটি পরিবারকে তাদের এমন সাহসী এবং সময়োপযোগী উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।
কাজী আইটি সেন্টারের প্রধান নির্বাহী মাইক কাজী বলেন, আমরা রাজশাহীতে জায়গা নিয়েছি, এখন অফিস সাজানোর কাজ চলছে। আশাকরি আগামী ২ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারব।
দু’বছর মেয়াদী এ সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প ও কাজী আইটি সেন্টার লিমিডেট যৌথভাবে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি এবং প্রশিক্ষিতদের কর্মসংস্থানে কাজ করবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং এলআইসিটি প্রকল্প ট্রেনিং ল্যাব, মডিউল তৈরি, সনদ প্রদান, প্রচার-প্রচারণা ও অন্যান্য কারিগরি সহায়তা প্রদান করবে। অন্যদিকে, কাজী আইটি সেন্টার প্রশিক্ষণ উপকরণ, দক্ষ প্রশিক্ষক এবং প্রশিক্ষিতদের কর্মসংস্থানে সহায়তা করবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল কবির এবং কাজী আইটি সেন্টারের প্রধান নির্বাহী মাইক কাজী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকের স্বাক্ষর করেন।

/এইচএএইচ/