পৃথিবীর দ্রুততম গতির ক্যামেরা বানালো সুইজারল্যান্ড

দ্রুততম গতির ক্যামেরাপাওয়া গেল পৃথিবীর দ্রুততম গতির ক্যামেরা। সুইজারল্যান্ডের লুন্ড বিশ্ববিদ্যালয় সম্প্রতি ক্যামেরাটি আবিষ্কার করেছে। এই ক্যামেরা এত দ্রুত কাজ করে যে, এটা দিয়ে আণবিক ক্রিয়া-প্রতিক্রিয়ার ছবিও তোলা যায়। সুইস বিশ্ববিদ্যালয়টির উদ্ভাবিত এই ডিভাইস দিয়ে প্রতি সেকেন্ডে ৫ ট্রিলিয়ন পর্যন্ত ছবি তোলা সম্ভব।


এর আগে পৃথিবীর দ্রুতগতির ক্যামেরাগুলো দিয়ে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ এক বিলিয়নের কিছু বেশি ছবি তোলা যেত। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে লুন্ড বিশ্ববিদ্যালয় তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। তারা বিলিয়ন থেকে এই সক্ষমতাকে এক লাফে ট্রিলিয়নে নিয়ে গেছে।
তবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির এ ক্যামেরাটি সব কাজের জন্য নয়। মূলত বৈজ্ঞানিক কাজের জন্যই এটা ব্যবহার হবে। বিশেষ করে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞানের বিভিন্ন গবেষণায় ব্যাপভাবে এটা ব্যবহার করা হবে বলে জানা গেছে।
সূত্র: এনগেজেট