বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী স্মার্টফোন ব্যবহার করেন না যে কারণে

ওয়ারেন বাফেটউন্নত বিশ্ব থেকে শুরু করে বর্তমানে তৃতীয় বিশ্বের অনেক দেশও স্মার্টফোন ব্যবহারের দিক থেকে এগিয়ে গেছে। সেসব দেশে অনেক নাগরিকের স্মার্টফোন ব্যবহার না করলে যেন চলেই না! অথচ আধুনিক এই ডিভাইসটি ব্যবহার করছেন না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় দুইয়ে অবস্থানকারী ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রের এ শিল্পব্যক্তিত্ব এখনও পুরনো একটি ফ্লিপ ফোন ব্যবহার করছেন।



সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি গর্বের সঙ্গে স্বীকার করেন। বাফেট পুরনো ফোন ব্যবহারের রহস্য উন্মোচন করতে গিয়ে বলেন, ‘২০-২৫ বছর ব্যবহার না করে কোনও জিনিস আমি ফেলে দেই না। আমার কাছে একটি পুরনো ফ্লিপ ফোন আছে। এটাও সে রকমই।’
ওয়ারেন বাফেট ১৯৩০ সালের ৩০ আগস্ট জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তার ব্যবসার প্রতি আগ্রহ জন্মে। সেই আগ্রহ থেকেই বিশ্ব পরিসরে নিজেকে তুলে ধরতে সক্ষম হন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের এ ধনকুবেরের সম্পদের পরিমাণ ৭৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
সূত্র: এনগেজেট
/এইচএএইচ/এআর/