ঢাকায় সাড়ে তিন হাজার টেলিফোন বিকল

বিটিসিএলভূগর্ভস্থ ক্যাবল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজাধানী ঢাকার ৩ হাজার ৫০০ টেলিফোন সংযোগ বিকল ও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। যা মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাজধানীর খিলগাঁও, বনশ্রী, গোড়ান, মগবাজার, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কর্ণফুলি গার্ডেন সিটি, সার্কিট হাউজ রোড, ফকিরাপুল, নয়াপল্টন, ডিআইটি এক্সটেনশন রোড, নয়াটোলা, রামপুরা ইত্যাদি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ওয়াসার উন্নয়নমূলক (সুয়ারেজ লাইন স্থাপন প্রকল্পের কাজ) কাজে রাস্তা খনন করায় বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বা বিচ্ছিন্ন হয়ে প্রায় সাড়ে তিন হাজার টেলিফোন সংযোগ বিকল হয়ে আছে। এছাড়া ইন্টারনেট সেবায়ও গত কিছুদিন ধরে বিঘ্ন ঘটছে।
প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিতেএক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু কিছু বিচ্ছিন্ন লাইন ইতিমধ্যে মেরামত করার পরও উন্নয়ন কাজে আবারও ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস এখনও বন্ধ রয়েছে এবং উন্নয়ন কাজ চলমান থাকায় (সুয়ারেজ লাইন স্থাপন, রাস্তা সংস্কার কাজ শেষ না হওয়ায়) উক্ত স্থানে টেলিফোন ক্যাবল মেরামতে বিলম্ব হচ্ছে।

টেলিফোন সংযোগগুলো পর্যায়ক্রমে চালু করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। টেলিফোন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

/এইচএএইচ/