হ্যালিওর নতুন মোবাইল আসছে

হেলিওর নতুন মডেলবাজারে আসছে হ্যালিও ব্র্যান্ডের এস-১০ মোবাইলফোন। এটি অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেমে চলে। এটাই হ্যালিও সিরিজের প্রথম ন্যুগাট অপারেটেড স্মার্টফোন।
এস-১০ জুনের ৭ তারিখ থেকে প্রি-বুকিংয়ের জন্য উন্মুক্ত করা হচ্ছে। প্রি-বুকিং গিফট হিসেবে পাওয়া যাবে অরিজিনাল ফাস্ট ট্র্যাকের ঘড়ি। প্রি-বুকিং এর জন্য www.helio-bd.com এই লিংক এ ক্লিক করতে হবে অথবা পিকাবু (www.pickaboo.com) থেকেও প্রি-বুকিং করা যাবে।
সেলফি তোলার জন্য এস-১০-এ আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। এটিতে রাতেও ভালো সেলফি উঠবে। ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা দিয়েও তোলা যাবে অসাধারণ সব ছবি।
স্মার্টফোনটির বডি তৈরিতে ব্যবহার করা হয়েছে এয়ার ক্রাফট গ্রেড মেটাল। ৪০১০ মিলি-অ্যাম্পিয়ার -এর শক্তিশালী লি-পলিমার ব্যাটারি দেবে লম্বা সময় ধরে ব্যাটারি ব্যাকআপ সুবিধা। ৫.৫ ইঞ্চি বড় এবং কালারফুল আইপিএস ফুল এইচডি ২.৫ডি গ্লাস -এর ডিসপ্লের সঙ্গে গ্লাস প্রটেকশনের জন্য ব্যবহার হয়েছে কর্নিং গরিলা গ্লাস-৩।
৪ জিবি র‍্যাম এবং ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর দিচ্ছে ফাস্টার স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই স্মার্টফোনটিতে।
প্রি-বুকের পর গ্রাহককে ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত আউটলেটে গিয়ে ২ হাজার টাকা জমা দিয়ে প্রি-বুক নিশ্চিত করতে হবে। স্মার্টফোনটি বাজারে এলে গ্রাহক যে আউটলেটে প্রি-বুক নিশ্চিত করেছেন করেছেন সেখান থেকেই অবশিষ্ট ১৭ হাজার ৯৯০ টাকা দিয়ে হ্যান্ডসেটটি সংগ্রহ করতে পারবেন। সেটটির দাম ১৯ হাজার ৯৯০ টাকা।
/এইচএএইচ/