‘বিকল্প বিনিয়োগ তহবিল করমুক্ত করায় শিল্পোন্নয়নের গতি ত্বরান্বিত হবে’

 

ভিসিপিএবির সংবাদ সম্মেলনবিকল্প বিনিয়োগ ব্যবস্থাকে সম্প্রসারণ ও গতিশীল করতে বিকল্প বিনিয়োগ ব্যবস্থার প্রতি সরকারের বিশেষ গুরুত্বারোপকে অভিনন্দন জানিয়েছে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুয়িটি অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (ভিসিপিইএবি)।
রবিবার রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনিস্টিটিউটে আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনে ভিসিপিইএবি জানায়, বাজেটে বিকল্প বিনিয়োগ ব্যবস্থা-সম্পর্কিত ঘোষণার ফলে দেশের নতুন এ খাতটি শক্তিশালী হওয়ার মাধ্যমে দেশের শিল্পোন্নয়নের গতি ত্বরান্বিত হবে। ভিসিপিএবি মনে করে, সরকারের প্রগতিশীল মনোভাবের ফলে ক্রমবিকাশমান এবং সম্ভাবনাময় এ খাতটি আরও এগিয়ে যাবে।
সংবাদ সম্মলেনে অ্যাসোসিয়েসনের সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান বলেন, তথ্যপ্রযুক্তি খাতে প্রায় সব সাবসেক্টরে ট্যাক্স অব্যাহতি থাকারে পরও ই-কমার্স ব্যবসায় ৩৫ শতাংশ করপোরেট ট্যাক্স এ বাজেটে বাতিল না করায় এই সেক্টরের উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে।
শামীম আহসান আরও বলেন, ভেঞ্চার ক্যাপিটাল অর্থায়ন খুবই ঝুঁকিপূর্ণ। এটি একটি নতুন আর্থিকখাত বিধায় এ খাতে বিনিয়োগকারীদের মধ্যে অনেক সংশয় আছে। তাই এ শিল্পকে লালন পালনের জন্য করপোরেট কর অব্যাহতির আহবান জানাই। ভেঞ্চার ক্যাপিটালের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে কমপক্ষে ৭-৮ বছর সময় লাগে। তাদেরকে কমপক্ষে ১০ বছরের জন্যে কর মওকুফ সুবিধা দেওয়া উচিত।

ভিসিপিইএবি মহাসচিব শওকত হোসেন বলেন, স্টার্টআপরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান- কোথাও থেকে আর্থিক সহায়তা পায় না। পৃথিবীব্যাপী ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোই তাদের অর্থের যোগান দিয়ে থাকে। তাই বাংলাদেশে স্টার্টআপ বা উদ্ভাবনী উদ্যোগের বিকাশের স্বার্থে ভেঞ্চার ক্যাপিটালের বিকাশ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভিসিপিইএবির কোষাধ্যক্ষ ও ভিআইপিবি- এর প্রধান নির্বাহী সহিদুল ইসলাম, ভিসিপিইএবি পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল- মারূফ মতিনসহ আরও অনেকে।

/এইচএএইচ/