এসার ল্যাপটপ কিনলে নিশ্চিত উপহার

ল্যাপটপ কিনলেই উপহারঈদ উপলক্ষে এসার ল্যাপটপে বিশেষ অফার ঘোষণা করেছে স্মার্ট টেকনোলজিস।
ঈদ উল ফিতর পর্যন্ত স্মার্ট টেকনোলজি পরিবেশিত যেকোনও এসার ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাবেন একটি স্ক্র্যাচ কার্ড যা ঘষে জিতে নিতে পারবেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিমান টিকিট, ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট, ৪২ ইঞ্চি এলইডি টিভি, ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, প্রাইজবন্ড, শপিং ভাউচারসহ অসংখ্য নিশ্চিত উপহার।
অফারটি স্টক থাকা পর্যন্ত চলবে।
/এইচএএইচ/