সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটি (ictd.gov.bd) হ্যাকিংয়ের শিকার হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরের পর ওয়েবসাইটটিতে ঢুকতে গেলে সমস্যা হচ্ছিল। সেখানে হ্যাকররা তাদের বার্তা ঝুলিয়ে রেখেছে।

হ্যাকড হওয়া সাইটে ঢুকলে দেখাচ্ছে এই বার্তা
হ্যাকড হওয়া সাইটে লেখা রয়েছে, ‘হ্যাকড বাই রাহু, ডিড ইট ফর ইন্ডিয়া, ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস। সিকিউরিটি ফেইলড।’ এছাড়াও লুলজসেক ইন্ডিয়া নামের একটি গ্রুপের ইমেজও রয়েছে স্ক্রিনে।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, হ্যাকারদের কবল থেকে সাইটি উদ্ধারের চেষ্টা চলছে। যেকোনও সময় তা উদ্ধার করা সম্ভব হবে।

/এইচএএইচ/এমও/