উদ্ধার হয়েছে আইসিটি বিভাগের ওয়েবসাইট

উদ্ধার হয়েছে আইসিটি বিভাগের ওয়েবসাইটসরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের হ্যাক হয়ে যাওয়া ওয়েবসাইটটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জুন) দুপুরের পর থেকেই ওই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল না। পরে বিকাল সোয়া ৫টার দিকে ওই ওয়েবসাইটটি সচল করতে সক্ষম হয় আইসিটি বিভাগ। বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু নাছের বলেন, ‘সাইটটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল (শুক্রবার) বাংলাদেশি হ্যাকাররা অসংখ্য ভারতীয় ওয়েবসাইট হ্যাক করেছিল। হয়তো তার প্রতিশোধ নিতেই ভারতীয়রা এই সাইটটি টার্গেট করে থাকতে পারে। তবে সাইটটি এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

এর আগে, হ্যাক হওয়ার পর আইসিটি বিভাগের ওয়েবসাইটে লেখা ছিল ‘হ্যাকড বাই রাহু, ডিড ইট ফর ইন্ডিয়া, ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস। সিকিউরিটি ফেইলড।’ এছাড়াও লুলজসেক ইন্ডিয়া নামের একটি গ্রুপের ইমেজও ছিল স্ক্রিনে।
আরও পড়ুন-

সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের ওয়েবসাইট হ্যাকড

/এইচএএইচ/টিআর/