নতুন প্রযুক্তির কি-বোর্ড এনেছে মাইক্রোসফট

মাইক্রোসফটের নতুন কি-বোর্ডমাইক্রোসফট অনেকটা চুপিসারেই আঙুলের ছাপ সনাক্তকারী রিডার সম্বলিত একটি আধুনিক কি-বোর্ড অবমুক্ত করেছে। নতুন এই কি-বোর্ডটি সারফেস কি-বোর্ড -এর একটি নতুন সংস্করণ এবং দেখতেও প্রায় একই রকম।

পরিবর্তন বলতে নতুন এই কি-বোর্ডটিতে আঙুলের ছাপ সনাক্তকারী রিডার যুক্ত করা হয়েছে এবং সারফেস কি-বোর্ড তারবিহীন থাকলেও এই আধুনিক কি-বোর্ডটিতে তারযুক্ত করার ব্যবস্থা রাখা হয়েছে।
মাইক্রোসফ্ট কি-বোর্ডের ডান দিকে দ্বিতীয় উইন্ডো কি-তে ফিঙ্গার প্রিন্ট রিডারটি যুক্ত করেছে। এটি উইন্ডোজ-১০ -এ লগইন করার মাধ্যমে অথবা উইন্ডোজ হ্যালো ব্যবহার করে ওয়েবসাইটেও ব্যবহার করা যাবে। কি-বোর্ডটি উইন্ডোজ-১০, ম্যাক ওএস এবং অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে।
শিগগিরই এটি বাজারে আসছে। প্রাথমিক পর্যায়ে এর দাম নির্ধারণ করা হয়েছে ১২৯.৯৯ ডলার। ৯৯ ডলার মূল্যের সারফেস কি-বোর্ড চালু করে পরে দ্রুততম সময়ের মধ্যে মাইক্রোসফ্ট কি-বোর্ডটি রিলিজ করলো।
সূত্র: দ্য ভার্জ
/এইচএএইচ/