নোট ৭ -এর যন্ত্রাংশ দিয়ে নতুন স্মার্টফোন!

নোট ৭-এর যন্ত্রাংশকিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি নোট-৭ বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। মূলত ব্যাটারিতে সমস্যা থাকায় ফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগে ডিভাইসটি বাজার থেকে তুলে নেয় কর্তৃপক্ষ। ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। অবশ্য ইতিমধ্যে স্যামসাং ঘুরে দাঁড়িয়েছে।

তবে প্রত্যাহার করে নেওয়া ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে নতুন সব স্মার্টফোন তৈরি করা হয়েছে। আগামী ৭ জুলাই থেকে শুধু দক্ষিণ কোরিয়ায় এটা বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়, পুরনো যন্ত্রাংশ ব্যবহার করলেও ফোনটি থাকবে নিরাপদ এবং এর ব্যাটারির আকার আগের চেয়ে ছোট।
এর আগে গত বছর ব্যবহারকারীদের অভিযোগের প্রেক্ষিতে নোট-৭ প্রত্যাহার করতে বাধ্য হয় স্যামসাং। এরপর স্মার্টফোনটি হালনাগাদ করে আবার বাজারে ছাড়া হলেও সেগুলোতে একই সমস্যা দেখা দেয়। ফলে স্থায়ীভাবে বাজার থেকে তুলে নেওয়া হয় নোট-৭।
এ সময় প্রায় ২৫ লাখ ফোন স্যামসাংয়ের কাছে ফেরত আসে। যে কারণে পরিবেশবাদীদের রোষানলে পড়ে প্রতিষ্ঠানটি। কারণ এতো ফোনের যন্ত্রাংশ ফেলে দিলে যে পরিমাণ ই-বর্জ্য তৈরি হবে, তাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। এজন্য স্যামসাংকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলো পরিবেশবাদীরা। অবশেষে তাই নোট-৭ এর যন্ত্রাংশ দিয়ে নতুন ফোন তৈরি করলো দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোনগুলো বাজারে প্রচলিত দামের চেয়ে ৩০ শতাংশ কমে বিক্রি হবে।
সূত্র: বিবিসি টেক
/এইচএএইচ/