ভিন্ন আঙ্গিকে হোয়াটসঅ্যাপে মেসেজ লেখার কৌশল

হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপ চালু হওয়ার পর থেকে ব্যবহারকারীরা প্রায় একই আঙ্গিকে মেসেজ লিখে আসছেন। ফলে বিশেষ সময়ে কোন মেসেজের গুরুত্ব বেশি তা সহজে বোঝানো সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে ও অন্যান্য বিষয় বিবেচনা করে লেখা বোল্ড এবং ইটালিক করার অপশন আগেই যোগ করেছে প্রতিষ্ঠানটি। তবে অনেকে এ সব সুবিধার কথা জানেন না। ফলে কোনও কোনও সময় জটিলতার মুখোমুখি হতে হয় তাদের। এ পর্যায়ে দেখে নেয়া যাক, কিভাবে হোয়াটসঅ্যাপের মেসেজ বোল্ড এবং ইটালিকে রূপান্তর করা যায়-

বোল্ড করতে: হোয়াটসঅ্যাপের মেসেজ বোল্ড করতে শুরুতে স্টার (*) চিহ্ন দিয়ে লেখা শুরু করুন। লেখা শেষ হলে আবার স্টার (*) চিহ্ন দিন। পরবর্তীতে সেন্ড বাটনে চাপ দিলেই দেখবেন আপনার মেসেজটি বোল্ড আকারে প্রাপকের কাছে পৌঁছে গেছে।
ইটালিক করতে: মেসেজ ইটালিক করে পাঠাতে শুরুতে আন্ডারস্কোর (_) দিয়ে লেখা শুরু করতে হবে। লেখা শেষে আবারও চিহ্নটি ব্যবহার করে সেন্ড বাটন চাপলেই গ্রাহকের কাছে ইটালিক মেসেজ পৌঁছে যাবে। বোল্ড ও ইটালিক দুটি ক্ষেত্রেই স্টার কিংবা আন্ডারস্কোর (_) চিহ্নের পর স্পেস দেওয়া যাবে না।
সূত্র: গেজেটস নাউ
/এইচএএইচ/